News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০০, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ১২:১৩, ১৮ জানুয়ারি ২০২০

সুসজ্জিত অ্যাপার্টমেন্টে দণ্ড ভোগ করবেন নাশিদ

সুসজ্জিত অ্যাপার্টমেন্টে দণ্ড ভোগ করবেন নাশিদ

বিশেষ অ্যাপার্টমেন্টে মালদ্বীপের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ দণ্ডাদেশ ভোগ করবেন। এই প্রিজন অ্যাপার্টমেন্টের আয়তন হবে ২৬৪ বর্গফুট। আসবাবসজ্জিত এই অ্যাপার্টমেন্টে থাকার জন্য ছাড়াও বসার জন্যও কক্ষ রয়েছে। এসি, টিভি, ভিসিডি প্লেয়ার ছাড়াও এতে রয়েছে ৮৭ বর্গফুটের বাগান। পাশাপাশি কয়েদি বন্ধুদের সঙ্গে থাকারও সুযোগ পাবেন নাশিদ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী উমর নাসেরের বরাত দিয়ে আজ মঙ্গলবার বার্তা সংস্থা পিটিআই এ এসব জানিয়েছে। উমর নাসের গতকাল সোমবার টুইটারে দেওয়া এক পোস্টে নাশিদের জন্য নির্মিতব্য প্রিজন অ্যাপার্টমেন্টের বিস্তারিত প্রকাশ করেন।

এর আগে অপর এক টুইটার বার্তায় সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সঙ্গে সম্মান ও মর্যাদাপূর্ণ আচরণ করা হবে জানিয়ে নাসের বলেছেন, সাবেক প্রেসিডেন্টকে কারাগারে নিরাপত্তা, সেবা ও সুরক্ষার নিশ্চয়তা দেবে সরকার।

উল্লেখ্য, সন্ত্রাসবিরোধী আইনে গত সপ্তাহে নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির অপরাধবিষয়ক একটি আদালত। প্রেসিডেন্ট থাকাকালে ২০১২ সালে দেশটির ফৌজদারি আদালতের প্রধান বিচারক আবদুল্লাহ মোহাম্মদকে অপহরণ ও কারারুদ্ধ করার দায়ে দোষী সাব্যস্ত হন তিনি।

মালদ্বীপের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাফুশি কারাগারে ওই অ্যাপার্টমেন্ট প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত ধোনিদোতে পুলিশ হেফাজতে থাকবেন নাশিদ।

নাশিদকে কারামুক্ত করতে তাঁর দল দেশব্যাপী অসহযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। তাঁকে কারাদণ্ড দেওয়ায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ভারত।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়