পর্নো দেখার অভিযোগে তিন বিচারক বরখাস্ত
অফিসের আইটি অ্যাকাউন্ট ব্যবহার করে পর্নো ভিডিও দেখার অভিযোগে তিন বিচারককে বরখাস্ত করেছে যুক্তরাজ্য।
তবে তাদের পর্নো দেখার অভিযোগে বরখাস্ত করা হয়নি। মূল অভিযোগ হলো- আদালতের আইটি অ্যাকাউন্ট ব্যবহার করে পর্নো দেখা।
আদালতের এক মুখপাত্র জানান, পর্নো দেখা অবৈধ নয়।
প্রধান বিচারপতি এটাকে ‘অমার্জনীয় অপব্যবহার’ বলে উল্লেখ করেছেন।
ওই বিচারকদের একজন হলেন ডিস্ট্রিক্ট জাজ, একজন ইমিগ্রেশন জাজ ও একজন ডেপুটি ডিস্ট্রিক্ট জাজ।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম