পান্ডার কামড়ের ক্ষতিপূরণ ৬২ লাখ টাকা
চীনে বন্য পান্ডার কামড়ে গুরুতর আহত ষাটোর্ধ্ব এক ব্যক্তি ৬২ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। আর এ টাকা দিয়েছে স্থানীয় বন কর্তৃপক্ষ। আহত ব্যক্তির নাম গুয়ান কুয়ানঞ্জহি।
তবে বন কর্তৃপক্ষ এমনি এমনি টাকা দেয়নি। দোষটা তাদেরই ছিল। এক বুনো পান্ডাকে ধরার জন্য তাড়া করেছিল বন বিভাগের কর্মীরা। তখন পান্ডাটি ওই বৃদ্ধের খামারে গিয়ে ঢোকে এবং তাকে কামড়ে দেয়।
চীনের একটি পত্রিকার খবরে বলা হয়েছে, পান্ডাটি অসুস্থ ছিল বলেই ধরার জন্য তাড়া করা হয়েছিল। ঘটনাটি গত বছরের মার্চ মাসের।
পান্ডার কামড় খেয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল গুয়ানকে। তার পায়ে দীর্ঘ সাত ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়। তারপরও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। এখনও চিকিৎসা চলছে। এরপর তিনি বন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন।
রায়ে আদালত গুয়ানকে ৮০ হাজার ডলার (প্রায় ৬২ লাখ টাকা) ক্ষতিপূরণ হিসেবে দিতে বন কর্তৃপক্ষকে নির্দেশ দেন। রায়ে তিনি বেশ খুশি বলেই জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম