ফিলিস্তিন রাষ্ট্র গড়তে দেয়া হবে না: নেতানিয়াহু
কখনোই ফিলিস্তিন রাষ্ট্র গড়তে দেবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
তিনি স্পষ্ট করেই বলেছেন, এবার পুনর্নির্বাচিত হলে তিনি কিংবা তিনি ক্ষমতায় থাকতে কখনো ফিলিস্তিন নামে রাষ্ট্র গড়ে উঠতে দেয়া হবে না।
সাধারণ নির্বাচনের আগের সন্ধ্যায় তিনি এই বক্তব্য দেন। মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মনে করা হচ্ছে, তার দল লিকুদ পার্টির প্রতি জনসমর্থন আরো সংহত করার জন্য এমন শক্ত অবস্থান নিয়েছেন তিনি।
সর্বশেষ জরিপ অনুযায়ী দেশটিতে অনেক মানুষ ভোট নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে। তবে এগিয়ে আছে লিকুদ পার্টি থেকে মধ্য বামপন্থী বিরোধী জোট জিওনিস্ট ইউনিয়ন।
নিউজবাংলাদেশ.কম
নিউজবাংলাদেশ.কম