পশ্চিমবঙ্গে নানকে গণধর্ষণের ঘটনায় মোদি উদ্বিগ্ন
পশ্চিমবঙ্গে নানকে গণধর্ষণ ও হরিয়ানায় চার্চে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যত দ্রুত সম্ভব এসবের তদন্ত প্রতিবেদনও চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মঙ্গলবার এক টুইট বার্তায় মোদির এ উদ্বেগের কথা জানানো হয়। এনডিটিভি জানায়, নানকে গণধর্ষণ, কনভেন্ট স্কুলে ও চার্চে হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বিগ্ন।
উল্লেখ্য, গত সপ্তাহে হরিয়ানায় নির্মাণাধীন একটি চার্চে হামলার ঘটনা ঘটে। গত শনিবার নদীয়াতে একটি কনভেন্ট স্কুলে ৭২ বছর বয়সী একজন নান গণধর্ষণের শিকান হন। এ সময় ওই স্কুলে হামলাও করা হয়।
এদিকে, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রাণাঘাট শহরের কনভেন্ট অব জেসাস এন্ড মেরি নামের একটি খৃস্টান স্কুলে হামলা ও নানকে গণধর্ষণের প্রতিবাদে পশ্চিমবঙ্গে সোমবার বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধরা।
গণধর্ষণের শিকার স্কুলটির ``মাদার সুপিরিয়র" ওই নান গত রোববার রাতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বলে জানান তদন্তকারী পুলিশ কর্মকর্তা জয়দীপ সাহা।
গতকাল সন্ধ্যায় রানাঘাটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গণধর্ষণের শিকার ওই নানকে দেখতে যান। এ সময় তাঁর গাড়ি আটকে রাখে বিক্ষুব্ধ জনতা।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম