ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিরোধিতা করেছে সৌদি আরব
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির পারমাণবিক কর্মসূচি বিষয়ক সম্ভাব্য চুক্তির বিরোধিতা করেছে সৌদি আরব। সৌদি যুবরাজ তুর্কি আল ফয়সাল তেহরানের সঙ্গে সম্ভাব্য ওই চুক্তির বিষয়ে সতর্ক করেছেন। বিবিসি।
রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য ও সৌদি সরকারের সাবেক গোয়েন্দাপ্রধান বিবিসিকে বলেন, চুক্তিটি হলে ওই অঞ্চলের অন্যান্য দেশও পরমাণু জ্বালানি তৈরিতে তৎপর হতে পারে। সৌদি আরবসহ অন্যান্য দেশও একই দাবি তুলতে পারে।
যুবরাজ আরও বলেন, ‘ইরানের যদি কোনো একটি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা থাকে, তবে শুধু সৌদি আরব নয়, অন্যরাও তা চাইবে।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তি তেহরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা চালাচ্ছে।
এদিকে গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে ইরানের সঙ্গে সম্ভাব্য এই চুক্তির তীব্র বিরোধিতা করেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম