News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২১, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ১০:২১, ১৮ জানুয়ারি ২০২০

লোহার অন্তর্বাস পরে বিপাকে আফগান নারী শিল্পী

লোহার অন্তর্বাস পরে বিপাকে আফগান নারী শিল্পী

যৌন হয়রানির প্রতিবাদে লোহার অন্তর্বাস পরে রাস্তায় নেমেছিলেন আফগানিস্তানের শিল্পী কুবরা খাদেমি। কিন্তু এ কাজের জন্য তাকে হত্যার হুমকি দেয়ায় তিনি এখন পালিয়ে আছেন।

বিবিসির কাছে দেয়া সাক্ষৎকারে তিনি জানয়েছেন, প্রতিদিনই ফোনে কিংবা ই-মেইলে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে।

তবে আফগানিস্তানের বাস্তবতা মেনে খাদেমি বলছেন, “তুমি ক্ষুদ্ধ ঠিক আছে। কিন্তু আমি এভাবেই কাজ করি এবং আমি থামছি না।”

নারীদের ওপর যেসব যৌন হয়রানি চলে, তা তুলে ধরতেই লোহার অন্তর্বাস পরে রাস্তায় নেমেছিলেন কুবরা খাদেমি।

বোরকার ওপরেই তিনি পরে ছিলেন লোহার বক্ষবন্ধনী। একইসঙ্গে পেট ও নিতম্ব আবৃত করেছিলেন লোহার বন্ধনী দিয়ে।

দশ মিনিট ধরে তিনি এভাবে রাস্তায় হাঁটার পরিকল্পনা করেছিলেন। কিন্তু আট মিনিট যেতে না যেতে ক্রুদ্ধ জনতার কারণে তিনি গাড়িতে ফিরে যেতে বাধ্য হন।

রাস্তায় হাঁটার সময় লোকজন তাকে লক্ষ্য করে বিভিন্ন জিনিস ছুঁড়ে মারে। এমনকি শিশুরাও চিৎকার করে তার পিছু ধাওয়া করে।

প্রতিবাদের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আফগানিস্তানে বোরকাও নারীদের কোনো সুরক্ষা দিতে পারছে না। পুরো শরীর আবৃত রাখলেও নারীকে যৌন হয়রানির শিকার হতে হয়।”

তিনি জানিয়েছেন, ওই লোহার বক্ষ ও নিতম্বের বন্ধনীর ডিজাইন তিনি নিজেই করেছেন। তিনি বলেন, পুরুষেরা নারীর এসব দিকই দেখে।

শিক্ষার্থী থাকর সময় যে রাস্তায় তিনি নিজেই হয়রানির শিকার হয়েছিলেন। সেই রাস্তাতে হেঁটেই তিনি এ প্রতিবাদ করেন।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়