ক্রুশ সরিয়ে হনুমান!
ভারতের হরিয়ানায় নির্মিয়মান একটি গীর্জায় ক্রশ সরিয়ে হনুমানের মূর্তি রাখল একদল দুষ্কৃতিকারী। এ ঘটনায় গীর্জার ফাদার সুভাষ চাঁদ ১৪ জনকে আসামি করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে, দুষ্কৃতিকারীরা ক্রুশচিহ্নের জায়গায় বজরঙ্গবলীর মূর্তি এবং ভগবান রামের চিত্র সম্বলিত একটি পতাকা বসিয়ে দেয়। হামলাকারীরা ফাদারকে প্রাণে মারার হুমকি দিয়েছে। ।
ফাদারের আরো অভিযোগ, গীর্জা থেকে তারা একটি কুলারসহ বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হিসার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৌরভ সিংহ গণমাধ্যমকে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এ ঘটনায় হরিয়ানার ক্রীস্টান ফ্রন্ট নিন্দা ও অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে। সূত্র : এবিপি আনন্দ
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম