লাহোরে গির্জায় আত্মঘাতী বিস্ফোরণে ১৪ জন নিহত
পাকিস্তানের লাহোরে রোববার দুটি গির্জার ফটকে পৃথক আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। দ্য ডন।
লাহোরের খ্রিষ্টান-অধ্যুষিত এলাকা ইউহানাবাদে প্রার্থনায় অংশ নিতে আগতদের জমায়েত হওয়ার সময় এসব বিস্ফোরণ ঘটে।
আত্মঘাতী দুই হামলাকারী গির্জা দুটির ফটকে নিজেদের উড়িয়ে দেয়। এতে ১৪ জন নিহত এবং ৬৮ জন আহত হন।
হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) থেকে বের হয়ে আসা নতুন গোষ্ঠী জামায়াতুল আহরার।
এদিকে, বিস্ফোরণে হতাহতের ঘটনার পরপরই এর প্রতিবাদে লাহোর, মুতান, ফয়সলাবাদ, পেশোয়ার ও করাচিতে বিক্ষোভ হয়েছে।
প্রত্যক্ষদর্শী আমির মশিহ জানান, এক ব্যক্তি চার্চে প্রবেশ করার চেষ্টা করার সময় নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেয়। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে লোকটি নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম