News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৫, ১৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:৩৬, ১৭ জানুয়ারি ২০২০

চার্চিলের পাশে অর্ধনগ্ন ফকিরের মূর্তি!

চার্চিলের পাশে অর্ধনগ্ন ফকিরের মূর্তি!

ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ারে নির্মিত হয়েছে ভারতের অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর মূর্তি। শনিবার ব্রোঞ্জের তৈরি ৯ ফুট উচ্চতার এ মূর্তিটি উন্মোচন করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি।

ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর মূর্তি ছাড়াও রয়েছে নেলসন ম্যান্ডেলা ও বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মূর্তি। চার্চিল একসময় মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির হিসেবে উল্লেখ করেছিলেন।

আর এখন সেই অর্ধনগ্ন ফকিরের মূর্তি তারই পাশাপাশি স্থাপন করা হলো। চার্চিল বেঁচে থাকলে হয়তো প্রতিবাদ করতেন, কিন্তু এখন আর সে সুযোগ নেই।

মহাত্মা গান্ধীর এ মূর্তির স্থপতি ফিলিপ জ্যাকসন। জানা গেছে, ১৯৩১ সালে লন্ডনের ১০ নং ডাউনিং স্ট্রিট সফর করেন মহাত্মা গান্ধী। সেসময় তিনি রাজা পঞ্চম জর্জেও সঙ্গে সাক্ষাৎ করেন। তার এ সফরের প্রতি শ্রদ্ধা রেখে এ মূর্তি নির্মাণ করা হয়েছে।

মূর্তিটি উন্মোচনকালে ক্যামেরন বলেন, এটি ভারতের সঙ্গে যুক্তরাজ্যের বিশেষ বন্ধুত্বের নিদর্শন। এ মূর্তি বিশ্ব রাজনীতির ইতিহাসে প্রভাবশালী ব্যক্তিত্ব মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তৈরি করা হয়েছে।

মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচনের এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অমিতাভ বচ্চন ও মহাত্মা গান্ধীর নাতি গোপালকৃষ্ণ গান্ধী। সূত্র: রয়টার্স ও পিটিআই

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়