News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৪, ১৮ জানুয়ারি ২০২৫

আর–জি কর মামলায় সঞ্জয় দোষী সাব্যস্ত, রায় সোমবার

আর–জি কর মামলায় সঞ্জয় দোষী সাব্যস্ত, রায় সোমবার

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে আর–জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যা মামলায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী সোমবার তার সাজার রায় ঘোষণা করা হবে।  

শনিবার দুপুরে আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন। 

আগের মতো এদিনও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন সঞ্জয় রায়। বলেন, ‘আমি কিছু করিনি, আমি নির্দোষ। এই কাজ আমার একার পক্ষে করা সম্ভব নয়। যারা করেছে তাদের কেন ছাড়া হলো? আমার কোনো দোষ নেই। সবাই মিলে করেছে। আমি পাপ করিনি। তবে বিচারক জানিয়েছেন, তার বিরুদ্ধে সব অভিযোগের প্রমাণ রয়েছে।

গত বছরের ৯ আগস্ট আর–জি কর হাসপাতালের সেমিনার হল থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ১০ আগস্ট সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। গত ১১ নভেম্বর শিয়ালদহ আদালতে শুরু হয় এ মামলার বিচার প্রক্রিয়া। গত ১৩ আগস্ট সিভিআইকে মামলা তদন্তের নির্দেশ দেন আদালত। 

তদন্তের দায়িত্ব নেওয়ার পর থেকেই সঞ্জয়ের ফাঁসির আবেদন করে সিবিআই। অভিযোগপত্রে শুধু তাকে দোষী সাব্যস্ত করা হয়। সেই পরিপ্রেক্ষিতেই এদিন শিয়ালদহ আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়