News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০৭, ১৩ জানুয়ারি ২০২৫

নিজ স্বার্থে বাংলাদেশ-ভারত কোনো বৈরিতা নয়: ভারতের সেনাপ্রধান

নিজ স্বার্থে বাংলাদেশ-ভারত কোনো বৈরিতা নয়: ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সম্পর্কের কৌশলগত গুরুত্বের ওপর জোর দিয়ে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, নিজ নিজ স্বার্থের জন্য বাংলাদেশ-ভারতের মধ্যে কোনো বৈরিতা হবে না।

তিনি বলেন, আমরা প্রতিবেশী, আমাদের একইসঙ্গে থাকতে হবে। আর এটা বুঝতে হবে যে কোনরকম বৈরিতা প্রদর্শন করলে সেটা কোনও পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না।

সোমবার (১৩ জানুয়ারি) দিল্লির মানেকশ সেন্টারে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভারতের সঙ্গে বাংলাদেশের কৌশলগত গুরুত্বের বিষয়ে মন্তব্য করেন। 

তিনি বলেন, ভারতের সঙ্গে দেওয়া-নেওয়ার সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা অনেক দিক থেকে ভারতের ওপর নির্ভরশীল। আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে, যা আমাদের স্বার্থের পরিপন্থী।

জেনারেল ওয়াকার-উজ-জামানের এসব কথারই প্রতিফল ঘটিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। যেখানে দুই দেশের মধ্যে পারস্পরিক কৌশলগত গুরুত্ব স্বীকার করা হয়েছে। 

তিনি বলেন, বাংলাদেশ আমাদের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ... আমরা প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে এবং নিজ স্বার্থে বাংলাদেশ-ভারতের মধ্যে কোনো বৈরিতা নয়।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আশ্বস্ত করেছেন, বর্তমানে কোনো দিক থেকেই কোনো ঝুঁকি নেই। তিনি বলেন, আজ পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো ঝুঁকি দেখা যায়নি।

গত জুনে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটাই জেনারেল দ্বিবেদীর প্রথম সংবাদ সম্মেলন।

প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ‘পদত্যাগের’ মাধ্যমে গত ৫ আগস্ট থেকে বাংলাদেশে পালাবদলের সময় থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামানের সঙ্গে যোগাযোগ আছে, এমনটা জানিয়ে উপেন্দ্র দ্বিবেদী বলেন, তারা ভিডিও কনফারেন্সে কথা বলেছেন।

জেনারেল দ্বিবেদী বলেন, এই পরিবর্তনের সময়ও আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। এরপর গত ২০ নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে।

সামরিক সহযোগিতার বিষয়ে ভারতীয় সেনাপ্রধান বলেন, দুই দেশের মধ্যে এখন পর্যন্ত সামরিক সম্পর্ক ঠিক আছে। দুই দেশের সম্পর্ক শক্তিশালী রয়েছে। এখন পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ভালো এবং নিখুঁত। ন্যাশনাল ডিফেন্স কলেজসহ বিভিন্ন ক্ষেত্রে সামরিক সহযোগিতার দিকগুলো আগের মতোই চলছে। এদিকে কোনো ঝামেলা নেই। নিয়মিত যে যৌথমহড়া হয়ে থাকে তা পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি ভালো হলে মহড়া হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়