News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫১, ১৩ জানুয়ারি ২০২৫

রুপির দাম সর্বকালের সর্বনিম্ন, এক ডলারে ৮৬ রুপি

রুপির দাম সর্বকালের সর্বনিম্ন, এক ডলারে ৮৬ রুপি

ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের বিপরীতে ইতিহাসের সর্বকালের সর্বনিম্ন দরপতন ঘটেছে ভারতীয় রুপির। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে ৮৬ ভারতীয় রুপি পাওয়া যাচ্ছে। 

সোমবার (১৩ জানুয়ারি) রুপির দাম শূন্য দশমিক চার শতাংশ কমে ৮৬.৩৯ এ পৌঁছেছে।

মার্কিন কর্মসংস্থান প্রতিবেদন প্রত্যাশার চেয়েও শক্তিশালী হওয়ার পর রুপির এ বড় পতন ঘটে, যা ডলারকে আরও শক্তিশালী করে তুলেছে এবং রুপিসহ বিভিন্ন মুদ্রার ওপর চাপ সৃষ্টি করেছে।

ইউএস ননফার্ম পে-রোল ডেটা অনুসারে, গত মাসে এক লাখ ৬০ হাজার প্রত্যাশার বিপরীতে চাকরিতে যোগদান করেছেন দুই লাখ ৫৬ হাজার জন।

এছাড়া, যুক্তরাষ্ট্রের সেবা এবং উৎপাদন খাতে শক্তিশালী কর্মক্ষমতা বিশ্বের বৃহত্তম অর্থনীতির স্থিতিস্থাপকতাকে আরও একবার প্রমাণ করেছে।

নতুন তথ্যের ভিত্তিতে ফেডারেল রিজার্ভের কাছ থেকে দ্রুত সুদের হার কমানোর আশাগুলো ক্ষীণ হয়ে গেছে, যা ডলারকে শক্তিশালী করেছে এবং রুপিকে দুর্বল করেছে।

রুপির পতনের পেছনে আরেকটি প্রধান কারণ হল বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ধারাবাহিক বিক্রি। এটি রুপির পতনকে আরও তীব্র করে তুলেছে।

উল্লেখযোগ্য, কেবল এ মাসেই বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারবাজার থেকে ৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি তুলে নিয়েছেন, যা গত প্রান্তিকে ১১ বিলিয়ন ডলার তুলে নেওয়ার ধারাবাহিকতা।

মার্কিন আর্থিক নীতি নিয়ে উদ্বেগ এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত নীতিগুলো ঘিরে অনিশ্চয়তার কারণে রুপির ওপর নেতিবাচক প্রভাব বাড়ছে। রুপির নিম্নমুখী প্রবণতা তিন মাসেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে, যা সঙ্গে বাড়তি অস্থিরতাও লক্ষ্য করা যাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়