৩৮ বাংলাদেশিসহ ২২৪ জনকে ফেরত পাঠালো মালয়েশিয়া
ফাইল ছবি
বিভিন্ন সময় আটক হওয়া ৩৮ বাংলাদেশিসহ ২২৪ জন বন্দির সাজা শেষ হওয়ার পর নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।
রবিবার (১২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ।
রাজ্যের অভিবাসন এক বিবৃতিতে জানিয়েছে, অভিবাসন অপরাধে কারাভোগের পর ৬ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বন্দিশিবির থেকে ১২৮ জন ইন্দোনেশিয়ান, ৩৮ জন বাংলাদেশি, ১৯ জন পাকিস্তানি, ১৪ জন ভারতীয়, ১৩ জন ভিয়েতনামী, ছয়জন নেপালি, পাঁচজন থাই এবং একজন কম্বোডিয়ান নাগরিকসহ ২২৪ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এতে আরও বলা হয়, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই শেষে আকাশ ও স্থলপথে নিজ খরচে ফেরত পাঠানো হয়।
বিবৃতিতে জানানো হয়, ফেরত পাঠানো এইসব অভিবাসীদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। তারা ভবিষ্যতে আর কখনও মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না।
নিউজবাংলাদেশ.কম/এসবি