News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৮, ১২ জানুয়ারি ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

ছবি: ইন্টারনেট

৬ দশমিক ৪ মাত্রার  শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মেক্সিকো। 

স্থানীয় সময় রবিবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা ৩২ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম)। 

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, জানিয়েছে স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পটি মেক্সিকোর মিচোয়াকান উপকূলের কাছে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ৯১ কিলোমিটার (৫৬.৫৪ মাইল) গভীরতায়।

ভলকানো ডিসকভারির ওয়েবসাইটে বলা হয়, মেক্সিকোর টেকোম্যানের কোলিমা থেকে ৩৮ মাইল দূরে মানজানিলোতে ‘খুব শক্তিশালী ৬.১ মাত্রার ভূমিকম্প’ আঘাত হানে। 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়