পাকিস্তানে জিম্মির ঘটনায় আহত ৩ জনসহ উদ্ধার ৯, নিখোঁজ ৮
ফাইল ছবি
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলায় বন্দুকের মুখে অপহৃত ১৭ খনি শ্রমিকের মধ্যে আহত ৩ জনসহ ৯ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ৮ জনকে উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১১ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি -এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশটির সংবাদমাধ্যম ডনকে জেলা পুলিশের মুখপাত্র শহীদ মারওয়াত বলেন, 'বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে একটি খনি প্রকল্পের ১৭ জন শ্রমিক একটি মিনিবাসে যাচ্ছিলেন, যখন লাক্কি মারওয়াতের দারা টাং রোডে কয়েকজন ব্যক্তি তাদের থামিয়ে বন্দুকের মুখে তুলে নিয়ে যায়। অপহৃত শ্রমিকদের মধ্যে আটজনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে তিনজন সামান্য আহত হয়েছেন।'
তিনি আরও বলেন, 'বাকি শ্রমিকদের উদ্ধারের জন্য জেলায় পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের সমন্বয়ে অভিযান চলছে।'
নাম প্রকাশ না করার শর্তে জেলা সদর হাসপাতালের (ডিএইচকিউ) একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে উদ্ধারকৃত জিম্মিদের মধ্যে তিনজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে।
এদিকে, স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছে যে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) অপহরণের দায় স্বীকার করেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি