News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২০, ৯ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে নিহত ৫

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে নিহত ৫

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের আশপাশের কয়েকটি এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এর ফলে অন্তত ৭০ হাজার মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

দাবানলের তীব্রতা এতটাই বেশি যে এখন পর্যন্ত প্যালিসেডস, ইটন, হার্স্ট ও উডলিতে পাঁচজনের মৃত্যু ঘটেছে এবং এক হাজারেরও বেশি বাড়ি পুড়ে গেছে। 

বুধবার (৮ জানুয়ারি) রাত পর্যন্ত দাবানলটি একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দাবানল শুরু হওয়ার আগে, ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিওএস) এই সপ্তাহের শুরুতে লস অ্যাঞ্জেলেস কাউন্টির বেশিরভাগ অঞ্চলে তীব্র অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছিল। বিশেষত, শুষ্ক আবহাওয়া এবং অগ্নিসংবেদনশীল গাছপালা এ অবস্থার জন্য দায়ী। বর্তমানে আগুনের প্রভাব এতটাই ব্যাপক যে, উদ্ধারকর্মীরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও দাবানল ঠেকাতে পারছেন না।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম মঙ্গলবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্যাসিফিক প্যালিসেডস এলাকায় প্রায় ৩ হাজার একর জমি আগুনে পুড়ে গেছে এবং বহু স্থাপনা ধ্বংস হয়েছে। এটি হলিউড তারকা ও সংগীতশিল্পীদের আবাসস্থল হিসেবে পরিচিত।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হর্ভাথ জানিয়েছেন, এটি একটি গভীর ট্র্যাজেডি, এবং যারা এই আগুনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য আমাদের সহানুভূতি রইল।

লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় দাবানলটি প্যাসিফিক পালিসাডেস এলাকার দিকে ছড়িয়ে পড়েছে। এটি একটি পর্যটন ও বসবাসযোগ্য এলাকা, যেখানে বহু সেলিব্রিটি এবং ধনী মানুষ বাস করেন। দাবানলটি ইতোমধ্যেই পাঁচ হাজার একরেরও বেশি এলাকা পুড়িয়ে ফেলেছে। 

স্থানীয় ফায়ার চিফ অ্যান্থনি মেরন জানান, এক হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আরও হাজার হাজার বাড়ির জন্য হুমকি রয়েছে।

এছাড়া, ইটন ফায়ার নামে আরেকটি দাবানল, আলতাদেনা এলাকায় ছড়িয়ে পড়েছে। যা এখন পর্যন্ত দুই হাজার একর জমি পুড়ে ফেলেছে। এখানেই ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই আগুনের তীব্রতা এবং গতিবেগের কারণে মানুষের পক্ষে নিরাপদ স্থানে যাওয়ার সুযোগও অনেক সময় তৈরি হচ্ছে না।

হারস্ট ফায়ার, লস অ্যাঞ্জেলেসের উত্তরে সিলমার এলাকায় ছড়িয়ে পড়েছে, যেখানে ৫০০ একরের বেশি জমি পুড়েছে। এই আগুনের গতি এবং তীব্রতা উদ্ধারকর্মীদের কাজ অনেক বেশি কঠিন করে তুলেছে।

দাবানলে নিহতদের মধ্যে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে এখনো নিহতদের পরিচয় জানানো হয়নি। বেশিরভাগ ক্ষতির ঘটনা ঘটে তাদের ক্ষেত্রে, যারা সতর্কতার আগেই বাড়ি ছাড়তে পারেননি। একাধিক স্থান থেকে আগুন ছড়িয়ে পড়ায়, হাজার হাজার মানুষ আশ্রয় নেওয়ার জন্য অন্যত্র পালিয়েছেন।

অ্যান্থনি মেরন জানান, আমাদের এত বড় আকারের দাবানলের মোকাবিলার জন্য পর্যাপ্ত সরঞ্জাম ও কর্মী নেই। ২৯টি ফায়ার ডিপার্টমেন্ট একসাথে কাজ করলেও এই চ্যালেঞ্জকে মোকাবিলা করা খুবই কঠিন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, দাবানলটি এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে, তাদের কাছে থাকা সীমিত জলসংকট এবং অত্যন্ত তীব্র বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকা জানিয়েছে যে, দাবানল ঠেকানোর কাজের জন্য প্রয়োজনীয় পানির সরবরাহ সংকটে পড়েছে বেশিরভাগ কর্মী।

বর্তমানে লস অ্যাঞ্জেলেসের দাবানলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে যে, দাবানল আরও বিস্তৃত হতে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে।

দাবানল মোকাবিলা করতে গিয়ে উদ্ধারকর্মীরা সীমাবদ্ধতার মধ্যে কাজ করছেন, আর সাধারণ মানুষও নানা বিপদের সম্মুখীন হচ্ছেন। পরিস্থিতি কতটা দ্রুত উন্নতি হবে তা এখনো বলা সম্ভব নয়, তবে উদ্ধার ও সহায়তার কাজ অব্যাহত রয়েছে। 

আবহাওয়া অফিস জানায়, শুষ্ক আবহাওয়া ও নিম্ন আর্দ্রতার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। প্যাসিফিক উপকূলের আগুন নেভাতে বিমান থেকে পানি ফেলা হচ্ছে এবং রাস্তায় পড়ে থাকা গাড়ি সরাতে বুলডোজার ব্যবহার করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়