News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৩, ৫ জানুয়ারি ২০২৫
আপডেট: ১৯:২০, ৫ জানুয়ারি ২০২৫

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে দেশটির উপকূলরক্ষী বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার  বিধ্বস্ত হয়ে তিন ক্রু সদস্য নিহত হয়েছেন। রবিবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যাওয়ায় প্রাণহানির এ ঘটনা ঘটেছে।

রবিবার (৫ জানুয়ারি) দেশটির গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী পরিচালিত হেলিকপ্টার এএলএইচ ধ্রুব একটি খোলা জায়গায় বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

এনডিটিভি আরও জানিয়েছে , হেলিকপ্টারটি একটি নিয়মিত মিশনে ছিল। পোরবন্দরে বিমানঘাঁটিতে দুর্ঘটনাটি ঘটে, যেখানে আরো কয়েকজন আহত হন। তাদের স্থানীয় সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়