News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৯, ৫ জানুয়ারি ২০২৫

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা হামলায় নিহত ৪, আহত ৩২

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা হামলায় নিহত ৪, আহত ৩২

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানের তুরবাত শহরে একটি যাত্রীবাহী বাসে বোমা হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩২ জন। 

রবিবার (৫ জানুয়ারি) দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। 

জিও নিউজ বলছে, রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়ি যাচ্ছিল এবং হুট করেই বিস্ফোরণ হয়েছে। 

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ৪টি মরদেহ ও ৩২ জন আহত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে,  বিস্ফোরণে পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট (এসএসপি) জোয়েব মহসিনও আহত হয়েছেন। এ ছাড়া বিস্ফোরণে তার পরিবারের ছয়জন সদস্য আহত হয়েছেন। 

সে বিষয়ের উল্লেখ করে ওই কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণের সঠিক কারণ তদন্ত করা হচ্ছে। 
তবে, একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা এসএসপি জোহাইব মহসিন তার পরিবারের সঙ্গে ওই বাসে ছিলেন। আর তিনিই হামলার মূল লক্ষ্য হতে পারেন।

হামলার শিকার ওই বাসের বাকিদের সঙ্গে জোবাইদ মহসিন ও তার পরিবারও একটি বিয়েতে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কর্মকর্তারা সংবাদমাধ্যম সিনহুয়াকে জানিয়েছেন, বাসটি করাচি থেকে তুরবতে যাত্রা করছিল। পথিমধ্যে তুরবত শহরের নিউ বাহমান এলাকায় বাসের কাছে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরিত হয়। ফলে এ হতাহতের ঘটনাটি ঘটে।

বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি হামলার নিন্দা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে নিষিদ্ধঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। 

বিস্ফোরণে নিহতরা হচ্ছেন নুর খান, আব্দুল ওয়াহাব, ইজাজ এবং লিয়াকত আলি। নিহত চারজনই বেলুচিস্তানের বিভিন্ন এলাকার বাসিন্দা। 

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়