News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫২, ৩০ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১২:০০, ৩০ ডিসেম্বর ২০২৪

ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৬৬

ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৬৬

ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলীয় বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (৩০ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬৬ জন মারা গেছেন। আহত চার যাত্রীকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশটির দক্ষিণে তথা রাজধানী আদ্দিস আবাবার থেকে  সিদামা প্রদেশ প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ।

সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো সামাজিকমাধ্যম ফেসবুকে লিখেছে, একটি বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার বিস্তারিত বিবরণ তারা দেয়নি। বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই ঘটনাটি ঘটেছে।

স্বাস্থ্য ব্যুরোর পক্ষ থেকে বেশ কিছু ছবি প্রকাশ করেছে। এসব ছবিতে একটি গাড়ির চারপাশে প্রচুর লোককে দেখা যাচ্ছে, অপরদিকে গাড়িটি ছিল আংশিকভাবে পানিতে নিমজ্জিত। অনেককে গাড়িটিকে পানি থেকে টেনে তুলতে সাহায্য করার চেষ্টা করতে দেখা যায়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়