দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তের কারণ ল্যান্ডিং ক্রটি
ছবি: ইয়ুনহাপ নিউজ
দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত ১২২ জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইয়ুনহাপ।
কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ৭৩৭-৮০০বিমানটিতে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। যাত্রী নিয়ে বহনকারী বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে বিমানবন্দরের সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। আঘাতের ফলে বিমানটিতে আগুন ধরে যায়।
দুর্ঘটনায় এ পর্যন্ত ১২০ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইয়ুনহাপ জানিয়েছে, ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে ওই দুর্ঘটনা ঘটে। বিমানের চালক বিমানটি অবতরণের চেষ্টা করলে প্রথমে তা ব্যর্থ হয়। পরে বিমানের গতি কমাতে ব্যর্থ হলে এটি বিমানবন্দরের বাইরের প্রান্তে অবস্থিত প্রাচীরের সাথে ধাক্কায় বিধ্বস্ত হয় এবং এসময় বিমানটিতে আগুন লেগে যায়।
৭০ বছর বয়সী প্রত্যক্ষদর্শী কিম ইয়ংয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি বলছে, বিমানটি দুর্ঘটনার সময় এর ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ দেখা দিয়েছে।
৪১ বছর বয়সী প্রত্যক্ষদর্শী ইয়ু জয় ইয়ং জানান, তিনি বিমান বন্দরের কাছাকাছি একটি বাড়িতে অবস্থান করছিলেন। দুর্টনার আগে বিমানটির ডান পাখায় আগুনের একটি স্ফুলিঙ্গ দেখতে পান।
বিমানের ল্যান্ডিং গিয়ারের ত্রুটিকে প্রথম কারণ হিসেবে ধারণা করা হলেও পাখির সঙ্গে সংঘর্ষের কারণটিকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
নিউজবাংলাদেশ.কম/এনডি