ক্ষমা চাইলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি
ইউক্রেনের ড্রোন প্রতিরোধ করতে গিয়ে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের তথ্য স্বীকার করে ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত ২৫ ডিসেম্বরের ওই দুর্ঘটনা নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করতে গিয়ে পুতিন বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করার সময় দুঃখজনক।
অভিযোগ উঠেছে, চেচনিয়ায় অবতরণের চেষ্টা করতে গিয়ে আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে আক্রান্ত হয়। এর ফলে সেটি দিক পাল্টে কাস্পিয়ান সাগর অতিক্রম করতে বাধ্য হয়। পরে কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় সেটি। এই দুর্ঘটনায় প্লেনের ৬৭ আরোহীর মধ্যে ৩৮ জন প্রাণ হারান।
শনিবার (২৮ ডিসেম্বর) ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পুতিন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ফোনে কথা বলেছেন।
ক্রেমলিনের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ভুল করে বিমানে আঘাত হানার বিষয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে ফোনালাপ হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এক অনিচ্ছাকৃত উল্লেখ করে ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সমবেদনা জানিয়েছেন হতাহতদের পরিবারের প্রতি।
বিবৃতিতে দাবি করা হয়েছে, ইউক্রেনের অ্যাটাক ড্রোন প্রতিরোধের তৎপরতা চলাকালে কাজাখস্তানের যাত্রীবাহী বিমানটি চেচনিয়ার আকাশে ঢুকে পড়ে। নিরাপত্তা ঝুঁকি থাকায় বিমানটি চেচনিয়ায় অবতরণ করতে না দিয়ে ফিরিয়ে দেয়া হয়েছিল। এমন অবস্থায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বলয়ে চলে আসায় অনিচ্ছাকৃতভাবে যাত্রীবাহী বিমানটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
আজারবাইজানের প্লেন চলাচল বিশেষজ্ঞসহ অন্যরা বিশ্বাস করেন, বিমানের জিপিএস সিস্টেমগুলো বৈদ্যুতিক জ্যামিংয়ের কারণে প্রভাবিত হয় এবং পরে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়।
বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে যাত্রীরা জোরালো শব্দ শুনেছিলেন। এ থেকে বোঝা যায়, বিমানটিকে নিশানা করা হয়েছিল।
এই ঘটনার জন্য আজারবাইজান সরকার রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে দায়ী করেনি। তবে দেশটির পরিবহন মন্ত্রী বলেছেন, বিমানটি ‘বহিরাগত হস্তক্ষেপ’-এর শিকার হয়েছিল।
এদিকে পুতিনের বক্তব্য অস্বীকার করে একে অপপ্রচার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বিভ্রান্তিকর তথ্য প্রচার অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
২৫ ডিসেম্বর কাসপিয়ান সাগর তীরবর্তী কাজাখস্তানে বিমান বিধ্বস্তের ওই ঘটনায় ৩৮ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয় কমপক্ষে ৩০ জনকে।
নিউজবাংলাদেশ.কম/পলি