News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫৭, ২৭ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৩:৩২, ২৮ ডিসেম্বর ২০২৪

অস্ট্রেলিয়া ভয়াবহ দাবানল, পুড়ে গেছে সিঙ্গাপুর সমান অঞ্চল 

অস্ট্রেলিয়া ভয়াবহ দাবানল, পুড়ে গেছে সিঙ্গাপুর সমান অঞ্চল 

ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবনলে জ্বলছে অস্ট্রেলিয়া। সিঙ্গাপুরের আয়তনের অঞ্চলটিকে গ্রাস করেছে আগুন। 

মেলবোর্ন থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত গ্র্যাম্পিয়ান্স ন্যাশনাল পার্কের ৭৪ হাজার হেক্টর (১ লাখ ৮৩ হাজার একর) এলাকা দাবানলে পুড়ে গেছে বলে জানিয়েছেন রাজ্য নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র লুক হেগার্টি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দাবানল নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছেন দেশটির দমকল কর্মীরা।  

লুক হেগার্টি অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে বলেন, আমরা এমন একটি দাবানল নিয়ে কথা বলছি যা মোটামুটি সিঙ্গাপুরের আয়তনের সমান অঞ্চলকে পুড়িয়ে দিয়েছে। আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আসছে তবে গ্র্যাম্পিয়ানদের ৩৬০ কিলোমিটারেরও বেশি আয়তনের দাবানল নিয়ন্ত্রণ করতে সময় লাগবে।

গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়া চরম দাবানল পরিস্থিতির মুখে পড়ে। এ সময় অসংখ্য দাবানলের কারণে অনেক মানুষকে সরিয়ে নিতে হয়। সেই আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আজ শুক্রবার দমকলকর্মীরা বলেছেন, তারা একটি জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণ করতে কাজ করছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। 

দাবানলে বসতবাড়ির ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোন প্রাণহানির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, উত্তর গোলার্ধের দেশগুলোতে যে সময় থেকে শীতকাল শুরু হয়, ঠিক তখনই দক্ষিণ গোলার্ধের দেশ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সে সময় গ্রীষ্মকালে প্রবেশ করে। গ্রীষ্মে অস্ট্রেলিয়ায় দাবানল প্রায় নিয়মিত একটি দুর্যোগ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়