News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০১, ২৫ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৫:০৪, ২৫ ডিসেম্বর ২০২৪

কাজাখস্তানে ১০৫ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

কাজাখস্তানে ১০৫ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

১০৫ যাত্রী নিয়ে আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান কাজাখস্তানের আক্তাও বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। দেশটির জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়ছে। 

বুধবার (২৫ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারাদের বরাতে রয়টার্স বলছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ভূমিতে পড়ার পর তাতে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেই আগুন নেভানোর কাজ শুরু করেছেন। সেই সঙ্গে উড়োজাহাজটিতে জীবিত কেউ রয়েছেন কি না সেই সন্ধানও শুরু হয়েছে। কারণ ধারণা করা হচ্ছে যে ধ্বংস হয়ে যাওযা বিমানটিতে এখনও কয়েকজন জীবিত রয়েছেন।

রাশিয়ার কয়েকটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আজারবাইজান এয়ারলাইন্সের সেই উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের রাজধানী গ্রোজনির দিকে রওনা হয়েছিল। তবে গ্রোজনিতে ব্যাপক কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়ে অস্পষ্ট হওয়ায় ফের বাকুর দিকে ফিরে আসছিল বিমানটি, পথে কাজাখস্তানের আকটাউ শহরের আকাশে থাকার সময় সেটি বিধ্বস্ত হয়ে ধসে পড়ে।

তবে ঠিক কী কারণে এটি দুর্ঘটনার শিকার হলো তা এখনও স্পষ্ট নয়। তবে কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভবত যান্ত্রিক ত্রুটিই এজন্য দায়ী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়