News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩৮, ২৪ ডিসেম্বর ২০২৪

কাশ্মীরে ৩০০ ফুট নিচে পড়ে ৫ ভারতীয় সৈন্য নিহত

কাশ্মীরে ৩০০ ফুট নিচে পড়ে ৫ ভারতীয় সৈন্য নিহত

ছবি: সংগৃহীত

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর একটি ট্রাক সড়ক থেকে ছিটকে ৩০০ ফুট গভীর খাদে পড়ে অন্তত ৫ সৈন্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ সদস্য। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলার ঘারোয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি সেনা যান বানই এর দিকে যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে।

সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলেছে, সেনাসদস্যদের বহনকারী একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর গিরিখাতে পড়ে গেছে। দুর্ঘটনার পরপরই সেখানে সেনাবাহিনীর কুইক রেসপন্স টিম ও জম্মু-কাশ্মিরের পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী ১৬ কর্পস জানিয়েছে, হোয়াইট নাইট কর্পসের সব সদস্য পুঞ্চ সেক্টরে অপারেশনাল দায়িত্ব পালনের সময় একটি গাড়ি দুর্ঘটনায় পাঁচজন সাহসী সৈন্যের মর্মান্তিক মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করছেন।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। আহত সেনা সদস্যরা চিকিৎসা সেবা পাচ্ছেন। এ ছাড়া দ্রুত সাড়াদান দলের সেনা সদস্য ও জম্মু-কাশ্মীরের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। 

কর্মকর্তারা বলেছেন, সেনা সদস্যদের বহনকারী গাড়িটি পুঞ্চ জেলার বানোইয়ে যাওয়ার সময় ঘারোয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি প্রায় ৩০০-৩৫০ ফুট গভীর গিরিখাতে পড়ে গেছে।

এই ঘটনায় পাঁচজন নিহত ও ৮-৯ জন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়