News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৫, ১৫ মার্চ ২০১৫
আপডেট: ২২:০১, ১২ ফেব্রুয়ারি ২০২০

বেলুনের মধ্যে ক্যামেরা, মহাশূন্যের ছবি তুলল কিশোর

বেলুনের মধ্যে ক্যামেরা, মহাশূন্যের ছবি তুলল কিশোর

নিজের বানানো বেলুনে ক্যামেরা বসিয়ে তা ছেড়ে দিল মহাশূন্যে। আর এ ক্যামেরার মাধ্যমে মহাশূন্যের ছবি হাতে পেল অস্ট্রেলিয়ার এক কিশোর।

জানা গেছে, শুরু থেকেই কিশোর জোনাহর মহাকাশের প্রতি আকর্ষণ। এ টান থেকেই শেখার আগ্রহ। এরপর থেকেই সে বইপত্র ঘাটতে থাকে। ইন্টারনেটেও চলে তার খোঁজাখুঁজি। তার রয়েছে নিজের বানানো টেলিস্কোপ। প্রথম দফায় সফলতার পর আবারো সে শূন্যে বেলুন পাঠাবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

মহাশূন্যের ছবি তোলার ইচ্ছেটা যখন তার মধ্যে প্রবল হলো তখন সে টুকিটাকি কিছু সরঞ্জাম দিয়ে বানিয়ে ফেলল একটি টেলিস্কোপ। এর সঙ্গে জুড়ে দিল একটি ক্যামেরা। এরপর সেটি বেলুনের মধ্যে বসিয়ে ছেড়ে দিল অনন্ত মহাশূন্যে।

জোনাহর এসব ছবি প্রকাশিত হয়েছে মহাকাশ বিষয়ক একটি জার্নালে। গণমাধ্যমকে জোনাহ স্কট জানায়, মহাশূন্যের অন্ধকারময়তা ও পৃথিবীর বক্রতার ছবি সে তুলতে চেয়েছে।

কিশোর এ জ্যোতির্বিদ আরো জানায়, মহাশূন্য নিয়ে সে খুবই আবিষ্ট থাকে। আর এজন্য এ ব্যাপারে সে অনেক সময় ও শ্রম দিয়ে আনন্দ পায়।

তার এ প্রযুক্তিজ্ঞান সে পেয়েছে বাবার ওয়ার্কশপে সাহায্য করতে গিয়েই। গণমাধ্যমকে তার বাবা জানান, ছোটবেলা থেকেই অসীমের প্রতি আকাঙক্ষা রয়েছে জোনাহর।

জানা গেছে, জোনাহ স্কটের বানানো বেলুনটি ৩৩ কিলোমিটার উচ্চতায় পৌছে ধারণ করেছে মহাকাশের চিত্র। চুপসে যাওয়ার পর বেলুনটি মাটিতে নেমে আসতে সময় নেয় প্রায় আধঘণ্টা।

এবার আরেকটি বেলুন নিয়ে কাজ করছে জোনাহ। তার আশা, এবারের বেলুনটি আগের উচ্চতাকেও ছাড়িয়ে যাবে।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়