News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৭, ২৪ ডিসেম্বর ২০২৪

তুরস্কের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ, নিহত ১৩ 

তুরস্কের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ, নিহত ১৩ 

ছবি: সংগৃহীত

তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশে একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় ৮টা ২৫ মিনিটের দিকে দেশটির বালিকেসির প্রদেশের কারেসি জেলায় ক্যাপসুল উৎপাদন সেকশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে বালিকেসির প্রদেশের কাভাকলি গ্রামে অবস্থিত ওই কারখানায় স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানার আশপাশের এলাকায় জানালার কাচ ও ইটের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এ সময় সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

প্রাথমিকভাবে জানা গেছে বিস্ফোরণে ১২ কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ৪ কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

বালিকেসির প্রদেশের গভর্নর ইসমাইল উসতাগলু বলেন, বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। কর্মকর্তারা বলেছেন, আহতদের অবস্থা গুরুতর নয়। বিস্ফোরণের পর কারখানাটিতে ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে কারখানার ভেতরে কোনও কর্মী নেই।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে কারখানাটির একটি অংশে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যে ভবনটি ধসে যায়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, আবাসিক এলাকা থেকে দূরে অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে এটা যে নাশকতা নয় তা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ঘটনার পরপরই সেখানে ফায়ার সার্ভিস কর্মীদের মোতায়েন করা হয়। এছাড়া স্বাস্থ্য নিরাপত্তা কর্মীরা সেখানে কাজ শুরু করেন। আন্তর্জাতিক বাজারে বিক্রি জন্য কারখানাটিতে অস্ত্র ও গোলাবারুদ তৈরি করা হতো।

কারেসি জেলার বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণের এই ঘটনায় নাশকতার অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। 

সরকারি প্রসিকিউটররাও পৃথকভাবে তদন্ত শুরু করেছেন। বালিকেসিরের উত্তরে অবস্থিত এই কারখানায় দেশীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য যুদ্ধে ব্যবহৃত অস্ত্র , বিস্ফোরক ও কামানের গোলা তৈরি করা হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়