News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৩, ২২ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১১:৫৩, ২২ ডিসেম্বর ২০২৪

ব্রাজিলে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

ব্রাজিলে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

ছবি: সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

শনিবার (২১ ডিসেম্বর) ভোরে দেশটির দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের তিওফিলো ওতোনি পৌরসভায় এ দুর্ঘটনা ঘটে। 

মিনাস গেরাইস রাজ্যের দমকল বিভাগ জানিয়েছে, শনিবার ভোরে লাজিনহা শহরের কাছে এ দুর্ঘটনায় অন্তত ‘৩২ থেকে ৩৫ জন’ নিহত হয়েছেন। 

এর আগে তারা জানিয়েছে, ১৩ জনকে তিওফিলো ওতোনি শহরের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসটি সাও পাওলো থেকে যাত্রা করছিল। এতে ৪৫ জন যাত্রী ছিলেন। 

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটির টায়ার হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন বাসটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত বাসের সঙ্গে একটি গাড়িরও সংঘর্ষ হয়েছে। তবে দমকল বিভাগ জানিয়েছে, গাড়ির তিনজন যাত্রীই বেঁচে গিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, সব হতাহতদের দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আর দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত করা হচ্ছে। 

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ট্রাকচালক পালিয়ে গিয়েছেন। আর পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।

দেশটির গভর্নর রোমিউ জেমা সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে লিখেছেন, তিনি মিনাস গেরাইস সরকারকে বেঁচে যাওয়া ও ক্ষতিগ্রস্থদের পরিবারকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন।

ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, যে মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে সেটি ২০২৩ সালে দেশের সবচেয়ে প্রাণঘাতী সড়ক ছিল। গতবছর এখানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫৫৯ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বিবৃতিতে তিনি বলেন, আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি এবং দুর্ঘটনায় ৩০ জনের বেশি নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই ভয়ানক ট্র্যাজেডি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করছি।

২০০৭ সালের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা। 

ব্রাজিলের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র : আলজাজিরা

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়