News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৪, ২২ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১১:৩৪, ২২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করল ভারত

বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করল ভারত

ফাইল ছবি

সীমান্তে বাংলাদেশের ড্রোন ব্যবহারের বিপরীতে নিরাপত্তা কৌশল হিসেবে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে ভারত। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। 

সম্প্রতি দুই দেশের সীমান্তের উত্তরাঞ্চলে বাংলাদেশকে তুরস্কের তৈরি বেরেকটার টিবি২ ড্রোন মোতায়েন করতে দেখা গেছে বলে ভারতীয় গোয়েন্দারা দাবি করে ভারতীয় সংবাদমাধ্যমে সেই খবর প্রচারিত হওয়ার পর শোরগোল তৈরি হয়েছিল। 

এই টিবি২ ড্রোন খুবই উচ্চ ক্ষমতাসম্পন্ন। নজরদারির পাশাপাশি আঘাত হানারও ক্ষমতা রয়েছে এই ধরনের ড্রোনগুলোর। এর ফলে ভারত-বাংলাদেশ সীমান্তে দুই দেশের নজরদারি তৎপরতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।

তবে বাংলাদেশ সরকার অবশ্য আগেই জানিয়েছে, সীমান্তে তাদের ড্রোন মোতায়েনের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। 

বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন,বাংলাদেশ রুটিন কার্যক্রমের বাইরে দেশের কোনও এলাকায় কোনও ড্রোন মোতায়েন করেনি।

তবে সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে ড্রোন মোতায়ের ছাড়াও অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার করছে ভারত। 

সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, চোরাচালান মোকাবিলা করার জন্যই বিশেষ সতর্কতা নিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। 

জানা গেছে, নিরাপত্তার প্রশ্নে সব ধরণের চ্যালেঞ্জের মোকাবিলায় বিএসএফ অ্যান্টি ড্রোন সিস্টেম ও রাডারের ক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়