৯/১১ কায়দায় রাশিয়ার বহুতল ভবনে ড্রোন হামলা
ছবি: সংগৃহীত
রুশ-ইউক্রেন সীমান্ত থেকে এক হাজার কিলোমিটার ভেতরে রাশিয়ার তাতারাস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজান শহরে একটি উঁচু বহুতল ভবনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরটি হামলার এ ঘটনা ঘটে।
এই হামলার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে দেখা যায়, ২০০১ সালে আমেরিকার নিউইয়র্কের টুইন টাওয়ারে হওয়া হামলার দৃশ্যের মতোই এটি। ড্রোন হামলার পর আগুন ধরে যায় ভবনে। ধোয়া ছড়িয়ে পড়তে থাকে।
তবে কাজানে এই হামলায় কেউ মারা যায়নি। হামলার পর সতর্কতা জারি করেছে দেশটি। একের পর এক ড্রোন হামলার পর ১৩ লাখ বাসিন্দার শহরটি থেকে অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
হামলার পর কাজান শহরের সব ধরনের বড় আয়োজন বাতিল করা হয়েছে বলে জানান কাজানের মেয়র।
রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন সংস্থা রোসাভিয়াতসিয়া জানিয়েছে, ড্রোন হামলার পর কাজান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার সকাল পৌনে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত তিন দফায় কাজানের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালানো হয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভি বলছে, তিন ধাপে এই হামলা হয়। হামলা হয়েছে স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত। এর আগে গত আগস্টেও এমন হামলা হয় রাশিয়ার সারাতভে। ওই সময় চারজন আহতের তথ্য জানায় রুশ কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ারে ২০০১ সালে বিমান হামলা হয়। এটি ৯/১১ নামে পরিচিত। ওই সময় ওয়াশিংটনের পেন্টাগনেও হামলা করা হয়। আরেকটি হামলা হয় পেনসিলভানিয়ায়। এসব হামলায় তখন ৩ হাজার মানুষ মারা যায়। এর জেরে আফগানিস্তানসহ বেশ কিছু দেশে ক্যাকডউন চালায় আমেরিকা।
নিউজবাংলাদেশ.কম/পলি