News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৬, ১৮ ডিসেম্বর ২০২৪

প্রকাশ্যে ধূমপান করে সাজা চাইলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ্যে ধূমপান করে সাজা চাইলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ এলাকায় ধূমপান করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। একটি খাবারের দোকানে ধূমপান করায় জরিমানা মুখে পড়তে যাচ্ছেন তিনি। 

বুধবার (১৮ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, নেগারি সেমবিলান রাজ্যের এক রাস্তার পাশে খাবারের দোকানে ধূমপান করছেন মোহাম্মদ হাসান। স্বাস্থ্যমন্ত্রী নিজেই ছবিটি পুনরায় শেয়ার করে বিষয়টি সামনে আনেন।  

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানান, এই সপ্তাহে মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যে রাস্তার পাশের খাবারের দোকানে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের ধূমপানের একটি ছবি দেখা গেছে। ২০১৯ সালেই মালয়েশিয়ার রেস্টুরেন্ট ও খাবারের দোকানে ধূমপান নিষিদ্ধ করা হয়। চলতি বছর দেশটিতে ধূমপানের বিরুদ্ধে আইন আরও কঠোর করা হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জুলকেফলাই বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী নিজেই চেয়েছেন যে, তাকে জরিমানা করা হোক। 

এদিকে খাবারের দোকানে ধূমপানের ঘটনায় ক্ষমা চেয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। 
তিনি স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টার নিউজকে বলেন, যদি এটি জনসাধারণের জন্য উদ্বেগের বিষয় হয়ে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই।

মালয়েশিয়ায় ২০১৯ সালে সব খাবারের দোকান ও রেস্তোরাঁয় ধূমপান নিষিদ্ধ করা হয়। এ বছরের অক্টোবরে আইনটি আরও কঠোর করা হয়েছে। 

মালয়েশিয়ার আইন অনুযায়ী, নিষিদ্ধ এলাকায় ধূমপান করতে গিয়ে ধরা পড়লে ৫ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩৩ হাজার ২২৯ টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়