News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০৬, ১০ ডিসেম্বর ২০২৪

সিরিয়ার ভূখণ্ড দখল, ইসরায়েলকে নিন্দা জানাল মধ্যপ্রাচ্যের ৪ দেশের

সিরিয়ার ভূখণ্ড দখল, ইসরায়েলকে নিন্দা জানাল মধ্যপ্রাচ্যের ৪ দেশের

ছবি: সংগৃহীত

সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির কাছে ইসরায়েলের জমি দখলের তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের চারটি দেশ কাতার, সৌদি আরব, ইরান ও ইরাক। তাদের অভিযোগ, ইসরায়েল সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে। 

সোমবার (৯ ডিসেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দোহা ইসরায়েলের এই অনুপ্রবেশকে বিপজ্জনক উন্নয়ন এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও সংহতির ওপর স্পষ্ট আক্রমণ হিসেবে বিবেচনা করে যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইসরায়েলি দখলদার বাহিনীর আরোপিত বাস্তবতার নীতি,যার মধ্যে সিরিয়ার জায়গা দখলের চেষ্টাও অন্তর্ভুক্ত, অঞ্চলটিকে আরও সহিংসতা এবং উত্তেজনার দিকে ঠেলে দেবে।

রবিবার বাশার আল-আসাদ সরকারকে সশস্ত্র বিরোধীরা ক্ষমতাচ্যুত করার পর থেকেই সিরিয়ায় আক্রমণ শুরু করে ইসরায়েল।

সোমবার সৌদি আরব ইসরায়েলের পদক্ষেপগুলির নিন্দা জানিয়ে বলেছে যে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ধারাবাহিকতা এবং সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের সম্ভাবনাগুলি ধ্বংস করার ইসরায়েলের প্রতিজ্ঞা প্রমাণ করে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে এবং জোর দিয়ে বলেছে যে গোলান মালভূমি একটি অধিকৃত আরব অঞ্চল।

ইরানও একই ধরনের সমালোচনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইনের অধীনে একটি ‘গুরুতর লঙ্ঘন’ করেছে।

ইরানের মুখপাত্র এসমাইল বাঘায়ি সতর্ক করে বলেছেন, এই আগ্রাসন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সিরিয়ার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের এই পদক্ষেপ গুরুতর আন্তর্জাতিক আইন লঙ্ঘন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাই, তারা তাদের দায়িত্ব পালন করুক, এই আগ্রাসনের নিন্দা করুক এবং এর অবসান ঘটাক।

ইসরায়েলের সাম্প্রতিক ভূমি দখল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান দুজারিকও নিন্দা করেছেন। 

তিনি বলেছেন, এটি ১৯৭৪ সালের ইসরায়েল-সিরিয়া বিচ্ছিন্নতা চুক্তির লঙ্ঘন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়