News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫১, ৯ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৪:০৭, ৯ ডিসেম্বর ২০২৪

ভারতে ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি

ভারতে ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি

শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ছবি: ইন্টারনেট

ভারতের রাজধানী দিল্লির ৪৪টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে এ হুমকি দেয়ার পর স্কুলে আতঙ্ক সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

রবিবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ৩৮ মিনিটে ই-মেইলের মাধ্যমে এ হুমকি দেওয়ারে খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া। 

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাত ১১টা ৩৮ মিনিটে ইমেইলটি পাঠানো হয়। ই-মেইলে দাবি করা হয়েছে, ভবনের ভেতরে একাধিক বোমা রাখা হয়েছে। বোমাগুলো ছোট, আর খুব সূক্ষ্মভাবে লুকানো আছে। হুমকিদাতা বোমা নিষ্ক্রিয় করার কথা বলে ৩০ হাজার ডলার দাবি করেছে।

ই-মেইল প্রেরক লিখেছেন, 'বোমা বিস্ফোরিত হলে ভবনের খুব বেশি ক্ষতি হবে না তবে তাতে অনেক মানুষ আহত হবে। আপনারা সবাই এর রিণতি ভোগ করবেন এবং অঙ্গ হারানোও প্রাপ্য।'

এনডিটিভি বলছে, দিল্লি পুলিশ প্রেরকের আইপি ঠিকানার বিষয়ে অনুসন্ধানের পাশাপাশি হুমকিদাতাকে খুঁজছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে যখন স্কুল বাস আসছিল, অভিভাবকরা তাদের সন্তানদের নামিয়ে দিচ্ছিলেন, আর কর্মীরা সকালের অ্যাসেম্বিলির জন্য প্রস্তুতি নিচ্ছেন-এমন কর্মযজ্ঞের মধ্যে ওই সতর্কবার্তা আসে। দিল্লি ফায়ার সার্ভিস স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে জিডি গোয়েঙ্কা স্কুল থেকে প্রথম কল পায়। পরে সকাল ৭টা ৬ মিনিটে ডিপিএস আর কে পুরম থেকে একই বিষয়ে আরেকটি কল আসে।

ইতোমধ্যে ডগ স্কোয়াড, বোমা শনাক্তকারী দল ও স্থানীয় পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা স্কুলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করছে। তবে সকাল ৯টা পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। 

নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়