News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৭, ৫ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও নিহত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে দেশটির সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থম্পসনকে গুলি করেছে এক দুবৃত্ত। 

স্থানীয় সময় বুধবার (৪ ডিসেম্বর) সকালে ম্যানহাটনের মিডটাউনের হিলটন হোটেলের সামনে তাকে বুকে গুলি করা হয় বলে পুলিশের বরাতে জানিয়েছে দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম। 

পুলিশ জানিয়েছে, এ সময় পেছন থেকে ব্রায়ানকে গুলি করা হয়। তার শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে।

নিউ ইয়র্ক পুলিশ বলছে, ‘সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে’ ব্রায়ানকে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে তল্লাশি অভিযান চলছে।

রয়টার্স জানিয়েছে, একজন ব্যক্তিকে হিলটনের সামনে সকাল ৬ টা ৪০ মিনিটের দিকে গুলি করা হয়েছে। উদ্ধারের পর তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হল মৃত ঘোষণা করা হয়। তবে, এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি।

তদন্তকারীরা সিএনএনকে জানিয়েছে, বন্দুকধারী থম্পসন সেখানে আসার আগ থেকেই ওই এলাকায় অপেক্ষা করছিলেন। 

এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তাকে টার্গেট করেই হামলা চালানো হয়েছে।

সন্দেহভাজন হামলাকারী কালো হুডি (টুপিযুক্ত জ্যাকেট) পরা ছিলেন। পিঠে ছিল কালো রঙের ব্যাগ। গুলি করার পর তিনি পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, সর্বশেষ নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক এলাকায় ই-বাইক চালাতে দেখা গেছে তাকে।

হামলার কিছুক্ষণ আগে একটি কফি শপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গিয়েছিল। ওই কফি শপের নিরাপত্তা ক্যামেরা থেকে সন্দেহভাজন হামলাকারীর ফুটেজ শনাক্ত করা হয়েছে।

তবে সন্দেহভাজন হামলাকারী কেন ব্রায়ানকে গুলি করে হত্যা করলেন, সেই বিষয়ে নিউইয়র্ক পুলিশ প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি। বলা হয়েছে, ওই ব্যক্তিকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ার। প্রতিষ্ঠানটির প্রধান ব্রায়ান থম্পসন থাকেন মিনেসোটায়। একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে তিনি নিউইয়র্কে এসেছিলেন।

কোম্পানির ওয়েব সাইট অনুসারে, ২০০৪ সাল থেকে কোম্পানিতে বেশ কয়েকটি বিভাগে কাজ করার পরে ২০২১ সালের এপ্রিলে থম্পসনকে ইউনাইটেড হেলথকেয়ার সিইও হিসাবে নিয়োগ পান ৫০ বছর বয়সি ব্রায়ান।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়