News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৯, ২ ডিসেম্বর ২০২৪

গিনিতে ফুটবল ম্যাচে রক্তক্ষয়ী সংঘর্ষে বহু মানুষের মৃত্যু

গিনিতে ফুটবল ম্যাচে রক্তক্ষয়ী সংঘর্ষে বহু মানুষের মৃত্যু

আফ্রিকার দেশ গিনিতে একটি ফুটবল ম্যাচে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

বার্তা সংস্থা 'এএফপি'র খবরে বলা হয়েছে, রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। সমর্থকরা গ্যালারি ছেড়ে মাঠে নেমে সংঘর্ষে লিপ্ত হন। এমনকি সমর্থকদের দিক থেকে রেফারির উদ্দেশে পাথর ছুঁড়েও মারা হয়। পরে সংঘর্ষ স্টেডিয়ামের বাইরে ছড়িয়ে পড়ে। পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু এক পর্যায়ে থানায় আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।  

স্থানীয় হাসপাতালের চিকিৎসক 'এএফপি'-কে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালের মর্গে লাশের স্তূপ হয়ে গেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, রাস্তায় অনেক লাশ পড়ে আছে। তবে এসব ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় গিনির প্রধানমন্ত্রী মামাদু ওরি বাহ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরেকোরে প্রেসিডেন্ট মামাদি দৌমবৌয়াকে সংবর্ধনা দেওয়ার জন্য এই ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে জোর করে গিনির ক্ষমতা দখল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন মামাদি। পরে আন্তর্জাতিক বিরোধিতায় ক্ষমতা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে দাঁড়াবেন বলে জানিয়েছেন তিনি।  

এর আগে অন্য এক স্টেডিয়ামে গিনির ইতিহাসে সবচেয়ে ভয়ানক গণহত্যার ঘটনা ঘটেছিল। ২০০৯ সালে রাজধানী কোনাক্রির স্টেডিয়ামে বিরোধী দলের এক সভাবেশে সরাসরি গুলি করে সেনারা। এই ঘটনায় ১৫৬ জনের মৃত্যু হয়, আহত হন আরও অনেকে। অনেক নারী ধর্ষণের শিকার হন। ওই গণহত্যার দায়ে সাবেক সেনাশাসক মুসা দাদিস কামারাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়