News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৪, ২৮ নভেম্বর ২০২৪

প্রথমবারের মতো শপথ নিলেন প্রিয়াঙ্কা  

প্রথমবারের মতো শপথ নিলেন প্রিয়াঙ্কা  

প্রথমবারের মতো শপথ নিলেন প্রিয়াঙ্কা। ছবি: সংগৃহীত

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন গান্ধী পরিবারের প্রভাবশালী সদস্য ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সম্প্রতি লোকসভার উপ-নির্বাচনে কেরালার ওয়ানাড় আসন থেকে জয়ী হয়েছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটি জানায়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংবিধান হাতে শপথ নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালেই কংগ্রেস সংসদ সদস্য বৈঠকে যোগ দিয়েছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কা। তিনি লোকসভায় আসছেন, এই খবর পেয়ে সংসদ চত্বরে হাজির হন অন্য কংগ্রেস সদস্যরা।

‘প্রিয়াঙ্কা স্বাগতম’ স্লোগান ওঠে। গাড়ি থেকে নেমে প্রিয়াঙ্কা জানান, তিনি ভীষণ খুশি। তারপরেই ভাই রাহুল ও মা সোনিয়ার সঙ্গে সংসদের ভেতরে প্রবেশ করেন।

শপথগ্রহণের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুলকে নমস্কার করেন প্রিয়াঙ্কা। হাসিমুখে প্রতি-নমস্কার করতে দেখা যায় একদম সামনের সারিতে বসা রাহুলকেও। সংবিধান হাতে শপথ নিয়ে ভাই রাহুলের পদাঙ্কই অনুসরণ করলেন প্রিয়াঙ্কা। পাঁচ মাস আগে লাল-কালো মলাটের সংবিধান হাতেই শপথ নিয়েছিলেন রাহুল।

মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীর পর তৃতীয় সদস্য হিসেবে পার্লামেন্ট সদস্য হলেন প্রিয়াঙ্কা। তার মা সাবেক কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী উচ্চকক্ষ বিধানসভার সদস্য।

গত শনিবার ওয়ানাড় আসনের ভোট গণনা শেষ হয়। তিনি ৬ লাখ ২২ হাজার ভোট পেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির সাথিয়ান মোকেরির চেয়ে চার লাখেরও বেশি ভোট পান প্রিয়াঙ্কা। তৃতীয় অবস্থানে ছিলেন বিজেপির প্রার্থী।

বিজয়ী হওয়ার পর ভোটারদের ধন্যবাদ জানান প্রিয়াঙ্কা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়