ফিলিপাইনের প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি ভাইস প্রেসিডেন্টের
ফিলিপাইনের প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট সারা দুর্তে।
তার দাবি, তাকে হত্যার ছক কষছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। এ কারণে তিনিও প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে দেশটির প্রেসিডেন্ট ও প্রেসিডেন্টের স্ত্রী ছাড়াও প্রতিনিধি পরিষদের স্পিকারকে ‘হত্যার সরাসরি হুমকি’ দিয়েছেন। এমনকি হত্যা করার জন্য একজন ঘাতককে চুক্তিবদ্ধ করেছেন এবং এটি কোনো রসিকতা নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, শনিবার (২৩ নভেম্বর) প্রকাশ্য সারা দুতার্তে বলেন, আমি একজনের সঙ্গে কথা বলেছি। আমি বলেছি, যদি আমাকে হত্যা করা হয় তাহলে বংবং মার্কোস, ফার্স্ট লেডি লিজা আরানেতা এবং স্পিকার মার্টিন রোমুয়ালদেজকে হত্যা করবে। এটি তামাশা নয়। কোনো রসিকতা নয়। আমি এটি মজা করে বলছি না।
অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভাইস প্রেসিডেন্টের এমন হুমকির পর প্রেসিডেন্টের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক্সিকিউটিভ সেক্রেটারি লুকাস বারসামিন। তিনি বলেন, এমন সক্রিয় হুমকির পর চৌকস প্রেসিডেন্ট গার্ডকে তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেসিডেন্টকে হত্যার হুমকি দেওয়ায় ভাইস-প্রেসিডেন্টের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।
নিউজবাংলাদেশ.কম/পলি