News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৮, ২০ নভেম্বর ২০২৪
আপডেট: ১১:১৩, ২০ নভেম্বর ২০২৪

গাজায় ইসরাইলি হামলায় নিহত প্রায় ৪৪ হাজার

গাজায় ইসরাইলি হামলায় নিহত প্রায় ৪৪ হাজার

ছবি: ইন্টারনেট

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় প্রায় সাড়ে ১৩ মাসে নিহতের সংখ্যা প্রায় ৪৪ হাজার। আহতের সংখ্যাটাও লাখ পেরিয়েছে। নিখোঁজ মানুষের সংখ্যাটাও অনেক। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত গাজায় ৪৩ হাজার ৯৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখ ৪ হাজার ৮ জন।

এর আগে গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূচনা হয়েছিল। এরপর থেকে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সংঘাতের ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার মানুষ।

ইসরায়েলের একের পর এক হামলায় ফিলিস্তিনি ছিটমহলটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি ছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছেন লাখ লাখ ফিলিস্তিনি। হামলার প্রায় সাড়ে ১৩ মাস হতে চললেও এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। উল্টো প্রতিদিন শোনা গেছে ক্ষেপণাস্ত্র হামলা ও মৃত্যুর খবর।

জাতিসংঘের তথ্যমতে, হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের পরিমাণ চার কোটি ২০ লাখ টনেরও বেশি হবে। এসব ধ্বংসস্তূপ ২০০৮ থেকে গত বছর যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত গাজা ভূখণ্ডে সঞ্চিত আবর্জনার ১৪ গুণ এবং ২০১৬-১৭ সালে ইরাকের মসুলে হওয়া যুদ্ধের ধ্বংসস্তূপের পাঁচ গুণের বেশি।

ইসরায়েলি এই হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়