যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের
রাশিয়ায় মার্কিন অ্যাটাকমস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দেওয়া আর্মি ট্যাকটিকাল মিসাইল সিস্টেম (অ্যাটাকমস) ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। তবে, এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের তৈরি ছয়টি এটিএসিএমএস (আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম) দিয়ে হামলা চালায় দেশটি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটে এই হামলা চালানো হয়। আগুন দ্রুত নেভানো হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। এই হামলায় পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং আরেকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায়।
ওয়াশিংটন ইউক্রেনকে এ ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জন্য সবুজ সংকেত দেওয়ার মাত্র একদিন পরই এ হামলা চালানো হয়।
এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে একটি নিষ্ক্রিয় করা হয়েছে। এর ধ্বংসাবশেষের কারণে ওই এলাকার সামরিক স্থাপনায় আগুন লেগেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনী এর আগে নিশ্চিত করেছিল তারা রাশিয়ার ব্রায়ান্সক অঞ্চলে হামলা চালিয়েছে। তবে তাতে এটিএসিএমএস ব্যবহার করা হয়েছে কিনা তা জানায় নি।
ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের মতো দূরে কারাচেভ শহরের কাছে একটি ডিপোতে ওই হামলা হয়েছে। হামলার পর ১২টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার মাটিতে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনকে অনুমোদন দেওয়ার মাত্র দু’দিন পরে এ হামলা হলো। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এর আগে ইঙ্গিত দিয়েছিলেন এমন কিছু হলে তা যুদ্ধ হিসেবে গণ্য করা হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি