News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২০, ১৮ নভেম্বর ২০২৪
আপডেট: ১৭:২৮, ১৮ নভেম্বর ২০২৪

জমজমের পানি পানে নতুন নির্দেশনা সৌদির

জমজমের পানি পানে নতুন নির্দেশনা সৌদির

জমজমের পানি পানে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। ছবি: সংগৃহীত্য

পবিত্র কাবা ও মসজিদে নববীতে রাখা জমজম কূপের পানি পান নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, পবিত্র এই পানি পানের সময় শান্তভাবে আল্লাহর নাম স্মরণ করতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে। 

গালফ নিউজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

নির্দেশনা অনুযায়ী বরকতময় এই পানি পানে আরও যে নিয়মগুলো সবাইকে মানতে হবে, তা হলো-

১. ডান হাতে পানি পান করা
২.পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা
৩. মেঝেতে পানি ফেলা থেকে বিরত থাকা
৪. জমজমের পানির ট্যাপ ছেড়ে অজু না করা
৫. পানি পানের পর কাপগুলো যথাস্থানে রাখা
৬. ঠেলাঠেলি না করা ও ভদ্রতা বজায় রাখা

ওমরা পালন করতে প্রতিদিনই মক্কায় ভিড় করেন হাজার হাজার মুসল্লি। ওমরাশেষে বেশিরভাগই মদিনার মসজিদে নববীতে যান। সৌদি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর প্রায় এক কোটি ৩৫ লাখ মুসল্লি ওমরা পালন করেছেন। আগামী বছর সে সংখ্যা দেড় কোটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের। সে লক্ষ্যে সাম্প্রতিক মাসগুলোতে অনেক সুবিধা চালু করেছে দেশটি। সূত্র: গালফ নিউজ

সর্বশেষ

পাঠকপ্রিয়