News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫০, ১৩ নভেম্বর ২০২৪

ট্রাম্পের কাছে থেকে পুরস্কার পাচ্ছেন মাস্ক

ট্রাম্পের কাছে থেকে পুরস্কার পাচ্ছেন মাস্ক

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দিচ্ছেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। তারা দুজন নতুন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সির নেতৃত্ব দেবেন। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, একসঙ্গে, এই দুই চমৎকার আমেরিকান আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে খোলস থেকে বের করে আনবেন। অতিরিক্ত বিধিবিধান কমিয়ে আনা, অযথা ব্যয় কমানো ও কেন্দ্রীয় সরকারের দফতরগুলোর পুনর্গঠনের পথকে প্রশস্ত করবেন।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও সামাজিক যোগাযোগ এক্সের মালিক বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অনুদান দিয়েছিলেন মাস্ক।

ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী প্রযুক্তি খাতের উদ্যোক্তা, অধিকারকর্মী ও বিনিয়োগকারী। যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। পরে প্রাথমিক বাছাইয়ে হেরে যান। ট্রাম্পকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান বিবেক। এর পরপরই তিনি ট্রাম্পের পছন্দের তালিকায় চলে আসেন।

ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সির কাজ আসলে কী হবে, সেটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কিংবা এ কাজে ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীর স্বার্থের সংঘাত দেখা দেবে কি না, সেসব নিয়েও নানা আলোচনা চলছে। যদিও ট্রাম্প বলেছেন, সরকারের বাইরে থেকে উপদেশ ও দিকনির্দেশনা দেবেন তারা।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়