গাজায় ২ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের
ফিলিস্তিনের গাজায় প্রাথমিকভাবে দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ মিশর। এই সময়ের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে আটককৃত চারজন ইসরাইলি জিম্মিকে কিছু ফিলিস্তিনি বন্দির বিনিময়ে মুক্তি দেয়া হবে।
ইসরাইলের সামরিক অভিযানে গাজায় ৪২ হাজার ৯০০ এর বেশি ফিলিস্তিনি রোববার (২৭ অক্টোবর) মিশরের প্রেসিডেন্ট এ প্রস্তাব দেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববউনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১০ দিনের মধ্যে আলোচনা শুরু করতে হবে। এর লক্ষ্য হবে একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জন।
মিশরের নতনু যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইসরাইল বা হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মধ্যস্থতাকারী একটি সূত্র জানায়, নতুন প্রস্তাবগুলো হামাসের পর্যালোচনার সম্ভাবনা আছে। যদিও হামাসের অবস্থান হলো, যেকোনো সমঝোতায় যুদ্ধের সমাপ্তি ও ইসরাইলি বাহিনীকে গাজা থেকে প্রত্যাহার করতে হবে।
অপরদিকে ইসরাইল বরাবরই বলে আসছে, হামাসকে সামরিক শক্তি এবং গাজায় শাসক হিসেবে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে।
গত বছরের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা দক্ষিণ ইসরাইলে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫০ জনের বেশি লোককে জিম্মি করে । একই দিন থেকে গাজায় অবিরাম বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৪২ হাজার ৯০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখের বেশি।
যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর গাজা যুদ্ধের অবসানে আলোচনার নেতৃত্ব দিচ্ছে। যুদ্ধ থামাতে কাতারের রাজধানী দোহায় আবারও আলোচনায় বসেছে মধ্যস্থতাকারী দেশগুলো।
নিউজবাংলাদেশ.কম/এনডি