News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৩, ৪ মে ২০২১
আপডেট: ০৯:৩৪, ৪ মে ২০২১

ট্রাম্প ফেসবুকে ফিরতে পারবেন কিনা জানা যাবে বুধবার

ট্রাম্প ফেসবুকে ফিরতে পারবেন কিনা জানা যাবে বুধবার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফিরতে পারবেন কিনা জানা যাবে বুধবার। ফেসবুক ওভারসাইট বোর্ড ৫ মে সকাল ৯টায় অ্যাকাউন্টের ভাগ্য সম্পর্কে তাদের সিদ্ধান্ত ঘোষণা করবে। 

বিভিন্ন অভিযোগ নিয়ে জনসাধারণের প্রায় নয় হাজার প্রতিক্রিয়া পর্যালোচনাকেই দেরির জন্য বোর্ড দায়ী করেছে। খবর বিবিসির। 

গত বছর ফেসবুক ওভারসাইট বোর্ড কাজ শুরু করার পর থেকে এটিই এই বোর্ডের হাতে এ যাবতকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে।

ফেসবুকের মডারেশন বিষয়ে জটিল বা বিতর্কিত  সিদ্ধান্ত পূনর্বিবেচনা করার লক্ষ্যেই এই বোর্ড গঠন করা হয়েছিল। 

ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ ২০ সদস্যের এই বোর্ড গঠন করে দেয়ার পর থেকে এটি ‘ফেসবুকের সুপ্রিম কোর্ট’ হিসেবে পরিচিত।

এই কমিটি স্বাধীনভাবে কাজ করলেও এর মজুরি এবং অন্যান্য খরচ ফেসবুকই দিয়ে থাকে। বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবি এবং শিক্ষাবিদ।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়