News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৩, ২ মে ২০২১

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩২ লাখ ৮ হাজার ছাড়ালো

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩২ লাখ ৮ হাজার ছাড়ালো

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩২ লাখ ৮ হাজার ছাড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ কোটি ২৯ লাখ।
বৈশ্বিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ড ও মিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী এই প্রতিবেদন লেখার সময় রোববার সন্ধ্যা পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৫ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ৫৭২ জন। এবং মৃতের সংখ্যা ৩২ লাখ ৮ হাজার ১৯০ জন।
বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৯৯৯ জন, এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ১ লাখ ১১ হাজার ৯৭১ জন।
এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ কোটি ১ লাখ ৮১ হাজার ৩৮৩ জন।
বিশ্বে আক্রান্ত ও মৃতের তালিকায় প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ১৫ জন এবং মৃতের সংখ্যা ৫ লাখ ৯০ হাজার ৭০৭ জন।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৪৫৭ জন এবং মৃতের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৫৪২ জন। ভারতে আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃতের তালিকায় ভারতের অবস্থান তৃতীয়।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ২৫ হাজার ৯৭৫ জন এবং মৃতের সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৫৬৫ জন। মৃতের তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়তে।
টানা সংক্রমণ বেড়ে যাওয়াতে তালিকায় বাংলাদেশের অবস্থান বর্তমানে ৩৩ তম। এবং করোনার উৎপত্তিস্থল চীনের অবস্থান ৯৩ তম।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়