গুজরাটে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৮ করোনা রোগীর মৃত্যু
ভারতের গুজরাট রাজ্যের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে করোনা আক্রান্ত অন্তত ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে। খবর এনডিটিভি।
জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থালে গিয়ে রাতভর চেষ্টা চালিয়ে ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পুলিশ জানায়, চারতলা বিশিষ্ট ওয়েলফেয়ার হাসপাতালটিতে কমপক্ষে ৫০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে ১২ জন ঘটনাস্থলেই মারা যান। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ওই রোগীদের দেহাবশেষ বেড ও মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে গেছে। অন্য ছয়জনকে স্থানীয় অন্য একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। তাদেরও শরীরের অধিকাংশ আগুনে পুড়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ