একজোট হয়ে ভারত আবারও করোনাকে হারাবে: মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত বছর একজোট হয়ে কোভিডকে হারিয়েছিল ভারত। এবার আবারও তাই করবে।
করোনার ঊর্ধ্বগতির পরিপেক্ষিতেও দেশটিতে নতুন করে লকডাউন দেওয়ার সম্ভাবনাকে নাকচ করে দিয়ে মোদি বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি পালনের মাধ্যমেই কোভিডকে প্রতিহত করা সম্ভব।
এর আগে স্থানীয় সময় শনিবার (১৭ এপ্রিল) কেন্দ্রীয় কয়েকটি দফতরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মোদি। এ সময় তিনি কোভিড পরীক্ষা, সংক্রমিতের সংস্পর্শে আসা ব্যক্তিকে চিহ্নিত করা ও তাদের চিকিৎসার ওপর জোর দেন। একই সঙ্গে করোনা রোগীর জন্য আইসিইউ বেডের ব্যবস্থা, রেমডেসিভিরসহ অন্যান্য ওষুধের সরবরাহ ব্যবস্থাও খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী।
ভারতে দ্রুত সংক্রমণ বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা মৃতের সংখ্যা এক হাজার ৫০১, যা দেশটি করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ২৪ ঘণ্টায় সর্বোচ্চ। দিল্লিতে করোনা এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে যে, অক্সিজেনের সংকট দেখা দেওয়ার কথা জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
করোনাভাইরাস আক্রান্তে বিশ্বে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতে। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৪৬১ জন এবং মারা গেছেন এক লাখ ৭৭ হাজার ১৬৮ জন। সূত্র: জি নিউজ
নিউজবাংলাদেশ.কম/ডি