News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪২, ১৪ এপ্রিল ২০২১

রক্ত জমাট বাঁধায় জনসনের টিকা আপাতত বন্ধ

রক্ত জমাট বাঁধায় জনসনের টিকা আপাতত বন্ধ

রক্ত জমাট বাঁধায় মার্কিন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনা টিকা দেয়া আপাতত বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও ইউরোপীয় ইউনিয়ন।

জনসনের টিকা নেয়ার পর ছয় জন নারীর শরীরে রক্ত জমাট বেঁধে জটিলতা দেখা যাওয়ার পর জরুরি ভিত্তিতে এটি ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ( এফডিএ )। খবর নিউ ইয়র্ক টাইমস ও বিবিসির।

এ বিষয়ে পর্যালোচনার জন্য বুধবার একটি জরুরি বৈঠক ডেকেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। 

মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা জানান, টিকা নেয়ার পর রক্ত জমাট বেঁধে জটিলতা দেখা যাওয়া ছয় নারীর বয়স ১৮ থেকে ৪৮ বছরের মধ্যে। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে এবং আরেক নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিডিসি এবং মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এক যৌথ বিবৃতিতে জানিয়েছিল, এখন পর্যন্ত রক্ত জমাট বাঁধার ঘটনাগুলো অত্যন্ত বিরল বলে ধারণা করা হচ্ছে।

গত ১২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে জনসন এন্ড জনসন ভ্যাকসিনের ৬৮ লাখ ডোজ দেয়া হয়েছে।

এর কয়েকদিন আগে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রকরা রক্ত জমাট বাঁধার ঘটনা পর্যালোচনা করার কথা জানান। তারা বলেন, যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নেয়ার পর রক্ত জমাট বেঁধে জটিলতা দেখা যাওয়ার ঘটনা পর্যালোচনা করে দেখা হচ্ছে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়