News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২১, ৮ এপ্রিল ২০২১

একদিনের সংক্রমণে বিশ্বে সর্বোচ্চ রেকর্ড ভারতের

একদিনের সংক্রমণে বিশ্বে সর্বোচ্চ রেকর্ড ভারতের

বৃহস্পতিবার সকালে নয়াদিল্লির এইমস হাসপাতালে করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নেন নরেন্দ্র মোদি

ভারতে ফের রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। বুধবার ২৪ ঘণ্টার রেকর্ডে দেশটিতে এক লাখ ২৬ হাজার জন করোনা আক্রান্ত হয়েছে, যা দৈনিক সংক্রমণে বিশ্বে নতুন সর্বোচ্চ রেকর্ড। ২০১৯ সালের নভেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া এ মহামারিতে বিশ্বের কোনো দেশে একদিনে এত সংখ্যক মানুষের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েনি এর আগে।  

এদিকে বৃহস্পতিবার সকালে করোনাভাইরাস টিকার (কোভ্যাক্সিন) দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টিকা নিয়ে ভ্যাকসিনকে রোখার কথা জানান। 

একটি টুইটবার্তায় মোদি বলেন, “আজ এইমসে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাস হারানোর যে হাতেগোনা কয়েকটি উপায় আছে, তার অন্যতম হলো টিকাকরণ। আপনি যদি টিকা পাওয়ার যোগ্য হন, তাহলে ডোজ নিন। কো-উইনে রেজিস্ট্রার করে নিন।”

দেশে একম মোট অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা নয় লাখ ৫ হাজার ২১। 

এদিকে দেশটিতে যাবতীয় চিন্তা বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ৯০৭ জন। মোট আক্রান্তের নিরিখে এরপরই রয়েছে কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের মতো দক্ষিণী রাজ্যগুলি।

গত ২৪ ঘণ্টায় ছত্তিশগড়ে করোনা আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩১০ জন। কর্ণাটকে করোনা আক্রান্ত ৬ হাজার ৯৭৬ জন। উত্তরপ্রদেশে করোনা আক্রান্ত ৬ হাজার ২৩ জন। দিল্লিতে আক্রান্ত ৫ হাজার ৫০৬ জন। মধ্যপ্রদেশে করোনা আক্রান্ত ৪ হাজার ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন দু’হাজার ৩৯০ জন। আট জনের মৃত্যু হয়েছে। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়