যুক্তরাজ্যে ৩০ বছরের কম বয়সীদের অক্সফোর্ডের টিকা না দেয়ার পরামর্শ
যুক্তরাজ্যে ৩০ বছরের কম বয়সীদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা না দেয়ার পরামর্শ দিয়েছে দেশটির জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জেসিভিআই)।
এ টিকা প্রয়োগে ৩০ বছরের কম বয়সীদের মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার মতো বিরল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ায় কমিটি বুধবার এ পরামর্শ দিয়েছে। খবর রয়টার্স।
যৌথ এ কমিটির কোভিড-১৯ চেয়ার ওয়েই শেন লিম গণমাধ্যমকে বলেন, “প্রাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে ৩০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বিকল্প থাকলে অ্যাস্ট্রাজেনেকার টিকা না দেয়ার পরামর্শ দিয়েছে কমিটি।”
তিনি জানিয়েছেন, কম বয়সীদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির প্রয়োজন না হলে, ঝুঁকি বিবেচনায় অ্যাস্ট্রাজেনেকার চেয়ে অন্য টিকাগুলো বেশি কার্যকর।
কমিটির কোভিড-১৯ চেয়ার শেন লিম এক ব্রিফিংয়ে বলেন, “আমরা কোনো বয়সের কিংবা কাউকে টিকা দেয়া বন্ধের পরামর্শ দিচ্ছি না। আমরা একটি নির্দিষ্ট বয়সের জন্য এক টিকার পরিবর্তে অন্য এক টিকা ব্যবহারের পরামর্শ দিচ্ছি।”
তবে, কেউ অক্সফোর্ডের প্রথম ডোজ টিকা নিলে তাকে এই টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ব্যবহারে মস্তিষ্কের রক্ত জমাটের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করার পর এই পরামর্শ দিল জেসিভিআই।
ইউরোপ ও যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এর আগে অক্সফোর্ডের টিকায় রক্ত জমাটের ঝুঁকি নেই বলে জানালেও, দুটি সংস্থাই মস্তিষ্কে রক্ত জমাটের কয়েকটি ঘটনা তদন্ত করেছে।
এতে দেখা যায়, এই টিকাপ্রাপ্তদের ক্ষেত্রে রক্তে প্লাটিলেট কম থাকলে রক্ত জমাটের ঘটনা ঘটছে, যা সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস (সিভিএসটি) নামে পরিচিত।
নিউজবাংলাদেশ.কম/এফএ