ট্রাম্পের আরও একটি আদেশ বাতিল করলেন বাইডেন
গ্রীন কার্ড নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা আদেশ বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের ওই আদেশের কারণে গ্রীন কার্ডের আবেদন করেছেন এমন বহু মানুষের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ বন্ধ হয়ে গিয়েছিল। স্থানীয় সময় বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, করোনাভাইরাস মহামারি শুরুর পর বেকারত্বের ক্রমবর্ধমান হার প্রতিরোধ করতে একটি আদেশ জারি করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে গ্রীন কার্ডের জন্য আবেদন করেছেন এমন অনেক মানুষের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ হয়ে যায়। ট্রাম্পের ওই আদেশটি ‘প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন ১০০০১৪’ নামে পরিচিত।
বুধবার দেওয়া ওই বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, নির্বাহী আদেশের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশটি বাতিল করেছেন প্রেসিডেন্ট বাইডেন। নির্বাহী ওই আদেশে বাইডেন বলেছেন, গ্রীন কার্ডের আবেদনকারীদের ওপর ট্রাম্পের এই নিষেধাজ্ঞা পারিবারগুলোকে বিচ্ছিন্ন করেছে এবং এটা যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে নেয়নি। এই নিষেধাজ্ঞা আসলে যুক্তরাষ্ট্রের ক্ষতি করেছে বলেও বিবৃতিতে বলা হয়।
আগামী ৩১ মার্চে এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তারপরও বেশ অনেকদিন থেকেই এই নিষেধাজ্ঞা বাতিল করতে বাইডেন প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন মানবাধিকার নিয়ে কাজ করেন এমন আইনজীবী ও গ্রুপ।
নিউইয়র্কভিত্তিক অভিবাসন আইনজীবী কার্টিস মরিসন বলেন, ‘আমি খুবই আনন্দিত যে, বাইডেন এই আদেশটি বাতিল করেছেন। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে লাখ লাখ ভিসা আবেদন জমা হয়ে আছে। এ বিষয়ে আমি চিন্তিত।’
তিনি আরও বলেন, ‘এসব ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে কোনো উদ্যোগ নেওয়া না হলে...; বিদ্যমান সমস্যা কাটাতে হয়তো বাইডেনের প্রথম মেয়াদের পুরোটা সময়ই লেগে যেতে পারে।’
উল্লেখ্য, প্রেসিডেন্টের ক্ষমতাবলে নির্বাহী আদেশ জারি করা যায়। এর জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয় না। এর আগে গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পর ট্রাম্পের নেওয়া প্যারিস জলবায়ু চুক্তি ও অভিবাসন সংক্রান্ত নীতিমালাসহ বিভিন্ন আদেশ বাতিল বা পর্যবেক্ষণ করতে ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন জো বাইডেন।
নিউজবাংলাদেশ.কম/ডি